ভোলা জেলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ (ডিসেম্বর) বোরহানউদ্দিন উত্তর বাসষ্টান্ড সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া কৃষকদলের মাধ্যমে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দুর্ভিক্ষে দেশের মানুষ না খেয়ে অনেক কষ্ট করেছে তখন আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ন করার জন্য কৃষকদলের প্রতিষ্ঠা করেন। তিনি বলেন হাসিনার শাসনামলে আমাদের কৃষিখাতকে ধ্বংস করে দেয়া হয়েছে কৃষিপন্যের জন্য পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করা হতো। ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার জন্য। এই সমাবেশের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে আমাদের দেশের কৃষকরা পরনির্ভরশীলতা থেকে বেড় হয়ে আমাদের দেশের কৃষিতে সবুজ বিপ্লব ঘটাবে।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় কৃষকদল ও সভাপতি ভোলা জেলা কৃষকদল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হাসনাত তসলিম, সাঃ সম্পাদক ভোলা জেলা কৃষকদল। সভার সভাপতিত্ব করেন, ইউসুফ আলম চৌধুরী সভাপতি বোরহানউদ্দিন উপজেলা কৃষকদল, সঞ্চালনা করেন মো. ইদ্রিস হাওলাদার সধারন সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা কৃষকদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরোয়ার আলম খাঁন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, এ্যাড. কাজী মোঃ আজম, সদস্য সচিব উপজেলা বিএনপি, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, শহীদুল আলম নাসিম কাজী, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, হুমায়ুন কবির সেলিম, যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি, মনিরুজ্জামান কবির, সাধারণ সম্পাদক পৌর বিএনপি, শাহাবুদ্দিন বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক পৌর বিএনপি, শিহাবউদ্দিন হাওলাদার, আহ্বায়ক উপজেলা যুবদল, জসিমউদ্দিন খান, সদস্য সচিব উপজেলা যুবদল, ফখরুল ইসলাম মিঠু, যুগ্ন আহ্বায়ক উপজেলা যুবদল, হেলাল মুন্সি, আহ্বায়ক পৌর যুবদল, আবু জাফর মৃধা, সদস্য সচিব পৌর যুবদল, লিটন শিকদার, আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবকদল, আতিফ আসলাম রুবেল, সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবকদল, আলমগীর মাতাব্বর, সভাপতি উপজেলা শ্রমিকদল, জামাল পঞ্চায়েত, সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিকদল, ইশরাত জাহান বনি, সাধারণ সম্পাদক উপজেলা মহিলাদল, দানিশ চৌধুরী, সভাপতি উপজেলা ছাত্রদল, তানজিল হাওলাদার, সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল, শাকিল মাতাব্বর, সভাপতি পৌর ছাত্রদল, হাসিবুর রহমান ফাহিম, সাঃ সম্পাদক পৌর ছাত্রদল প্রমুখ।