জাতীয়

নাট্যজন সম্মাননা পেলেন ইসলাম উদ্দিন

  সকালের দুনিয়া ডেস্ক ৫ ডিসেম্বর ২০২৪ , ১০:৩২:২৪ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ নাট্যজন সম্মাননা ২০২৪ দিয়েছেন পালাকার ইসলাম উদ্দিনকে। ‘বুকের ভিতর দারুণ ঝড়, আজ সৃষ্টি-সুখে উল্লাস কর’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮তম  কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হয় গত মঙ্গলবার। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ছাত্র-শিক্ষক  কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন  প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড.  মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এই উৎসবে পালাকার ইসলাম উদ্দিনকে সংস্কৃতিতে তার তাৎপর্যপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের  চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা বলেন, দেশজ নাট্য সংস্কৃতির এক জীবন্ত কিংবদন্তি ইসলাম উদ্দিন পালাকারের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসার অভিজ্ঞান হলো এই সম্মাননা প্রদান। ইসলাম উদ্দিন ১৯৬৮ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ  জেলার  নোয়াবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি  শৈশবেই পালা পরিবেশনা চর্চায় যুক্ত হন। তিনি  দেশজ বিভিন্ন পালা, কিচ্ছা, ঝুমুর যাত্রা প্রভৃতি পরিবেশনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের  দেশজ সাংস্কৃতিক পরিবেশনাকে বিলুপ্তি  থেকে রক্ষা করতে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছেন।

আরও খবর

                   

সম্পর্কিত