অপরাধ

বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী- কুখ্যাত সামছু ডাকাত গ্রেফতার

  ইউসুফ হোসেন অনিক, ভোলা জেলা প্রতিনিধিঃ ৫ ডিসেম্বর ২০২৪ , ৯:৫৪:১৫ প্রিন্ট সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে র‍্যাব-৮ এর একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে বোরহানউদ্দিন থানা এলাকার হত্যা, চাঁদাবাজী, ডাকাতি সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বোরহানউদ্দিনের কুখ্যাত ডাকাত সামছুউদ্দিন কে আটক করেছে।

গ্রেফতারকৃত ডাকাত শামছু (৫২) উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের পুত্র ।

বৃহস্পতিবার (০৫ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

এসময় তিনি বলেন, এই কুখ্যাত ডাকাতের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে তার মধ্যে তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ধরতে সক্ষম হই।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের কুখ্যাত ডাকাত সামছুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই ও মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে ডাকাতি করা, চাঁদার টাকা আদায় করার অপরাধে একটি মামলা রয়েছে এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় তার নামে ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারনে আরো ৪টি মামলা রয়েছে।

অভিযান শেষে তাকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত