প্রচ্ছদ

বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  ইউসুফ হোসেন অনিক, ভোলা জেলা প্রতিনিধিঃ ৪ ডিসেম্বর ২০২৪ , ১০:১১:৩২ প্রিন্ট সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ,জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। পরে স্কুল অডিটরিয়ামে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক মোঃ সহিদুল আলম লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক রিপন চন্দ্র দে।
স্বাগত বক্তব্য প্রদান করেন,স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)শাহিনা আজগরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের পরিচালক মাইনুল হক।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি,হিসাব বিজ্ঞান ও আইসিটি বিভাগের লেকচারার,স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ,অতিথিবৃন্দ ও আমন্ত্রিত সুধীবৃন্দ।
এদিকে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৫ বছরের পূর্তি অনুষ্ঠানের সফলতা কামনা করে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন,স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে আজকের অনুষ্ঠানটি সত্যি প্রশংসনীয়,শিক্ষার্থীদেরকে প্রতিটি বিষয় জ্ঞান অর্জনের জন্য যা দরকার সেটি বিদ্যালয়ের শিক্ষকরা করে যাচ্ছে,আমি স্কুলটির সফলতা কামনা করছি এবং আইনশৃঙ্খলা সহজে কোন কাজে আমাকে পাশে পাবেন সব সময়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো: রায়হান-উজ্জামান বলেন,স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে শিক্ষার্থীদের জ্ঞান আহরণ ও বিকাশিত করার অন্যতম মাধ্যম,শিক্ষার্থীদের জন্য যেভাবে পড়ালেখা প্রয়োজন তেমনি বিনোদনের সেই বিষয়টি মাথায় রেখে স্কুলের শিক্ষকরা কাজ করে যাচ্ছে এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়া,সাংস্কৃতিক ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী করে তুলছে,এটি একটি ভালো স্কুলের অন্যতম বৈশিষ্ট্য,আমি এই স্কুলের সফলতা কামনা করছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

আরও খবর

                   

সম্পর্কিত