অপরাধ

ঝিনাইগাতীতে বিধবা নারীকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করল সমাজসেবা অধিদপ্তর

  শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ৪ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৭:২১ প্রিন্ট সংস্করণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিধবা নারীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা বাতিল করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

এ অভিযোগ করেন ভাতা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী খয়শ্বরী কোচের । তিনি উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের মৃত রত্নেশ্বর কোচের স্ত্রী। খয়শ্বরী কোচ জানান গত প্রায় ৫ বছর পুর্বে তার নামে বিধবা ভাতার কার্ড হয়।
চার বছর পর্যন্ত তিনি বিধবা ভাতা ভোগ করে আসলেও গত এক বছর যাবৎ তিনি আর ভাতা পাননা।
ভাতা না পেয়ে খয়শ্বরী কোচনী গত এক বছব তিনি অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করে আসছেন।
ভাতা না পাওয়ার বিষয়টি জানতে তিনি বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন। কিন্তু কোন সারা পাননি তিনি। অবশেষে ৪ ডিসেম্বর বুধবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরে আসেন। এ অফিসে এসে তিনি জানতে পারেন ‘তাকে মৃত দেখিয়ে তার ভাতার কার্ডটি বাতিল করা হয়েছে। এ তথ্য জানতে তিনি বিপর্যস্ত হয়ে পরেন। ঝিনাইগাতী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী জানান,“অনুসন্ধানের সময় তার উপস্থিতি না থাকায় তাকে নিরুদ্দেশ বা মৃত দেখানো হয়েছে। একারণে তার নামের ভাতা বন্ধ করা হয়েছে।
তবে, তার ভাতার কার্ডটি তিনি যাতে পুনরায় পান বিষয়টি তিনি দেখবেন বলে জানান ।

আরও খবর

                   

সম্পর্কিত