রাজনীতি

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

  সকালের দুনিয়া ডেস্ক ২ ডিসেম্বর ২০২৪ , ৬:১২:১৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ৯ বছর আগে করা একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। তিনি ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০ নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

সম্পর্কিত