সারাদেশ

মদনে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

  নেত্রকোনা প্রতিনিধি:শহীদুল ইসলাম ২০ এপ্রিল ২০২৪ , ১:১২:০০ প্রিন্ট সংস্করণ

মদনে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১
মদনে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে (১৯ এপ্রিল) শুক্রবার দুপুরে উচিতপুর যাত্রী ছাউনি নামক স্থানে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন ১জন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বগুড়া জেলা শেরপুর উপজেলার ধুপলাকালী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ধান ব্যবসায়ী নাসির উদ্দিন (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের দিগলকোষা রাজিবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ধান ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২) বাইক নিয়ে শুক্রবার সকালে ধান কিনার উদ্দেশ্যে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে গিয়েছিলেন। দুপুরে  সেখান থেকে ফেরার পথে উচিতপুর যাত্রী চাউনি নামক স্থানের কাছাকাছি আসার সময় অটো ও বাইকে সংঘর্ষ হলে বাইকে থাকা দুইজন গুরুতর আহত হয়।

আহতদের পেলে রেখে অটো চালক অটো নিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশে থাকা লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আলী(৬২)কে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে মদন থানা এস আই আব্দুল হাই এ প্রতিনিধিকে জানান,মৃত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্তের ছাড়ায় লাশটি গ্রহণ করে নিতে চাই। তবে এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবেন। 

আরও খবর

                   

সম্পর্কিত