সাহিত্য

প্রগতি লেখক সংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত।

  মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ২৪ নভেম্বর ২০২৪ , ৬:৩৩:২৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ময়মনসিংহং জেলার শাখা আয়েজিত ‘সপ্তদশ’ মাসিক সাহিত্য আসর শনিবার ময়মনসিংহ উদীচী-মহিলা পরিাষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ সংগঠনের সভাপতির সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ছড়াকার, প্রাবন্ধিক গবেষক স্বপন ধর।পঠিত প্রবন্ধের উপর আলোচনা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন- কবি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, কবি ডাক্তার প্রদীপ চন্দ্র কর, কবি অধ্যাপক আশির ব্রত চৌধুরী , কবি আব্দুল কাদের এবং মোঃ চাঁন মিয়া ফকির।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বলেন কবি সোহেল মাজহার বীর মুক্তিযোদ্ধা কবি বিমল পাল ও প্রাবন্ধিক মোঃ চাঁন মিয়া ফকির।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা, ছড়াপাঠ ও আবৃত্তিতে অংশ গ্রহণ করেন- রাশিদুল হাসান,আব্দুল কাদের,টিপু চৌধুরী,আসাদ,স্বর্ণা চাকলাদার এ্যানি,জুবায়েদ ইবনে সাঈদ, যুগল দাস,তাছাদ্দুক হোসেন,আবু সাঈদ খান,সফিউলাহ আনসারী,শেখ মাহবুব,রাহমান হাবিব,দালান জাহান,আহমদ জামাল জাফরী,ডেভিড অলোক মণ্ডল,আহম্মেদ শরীফ মামুন, প্রদীপ চন্দ্র কর, এমদাদুল হক মিল্লাত, স্বপন ধর তপতী চক্রবর্তী এবং সনৎ কুমার ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত কথা ও অনুষ্ঠান সঞ্চালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক-সাব্বির রেজা।

আরও খবর

                   

সম্পর্কিত