শরৎ সেলিম (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ২৪ নভেম্বর ২০২৪ , ৫:৫৬:৫১ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া বাড়েরা রোডের ঘাগড়া চার রাস্তার মোড় থেকে খানকার মসজিদের মোড় পর্যন্ত প্রায় ০৫ কিলোমিটার রাস্তার বিশাল ভাঙ্গনে হাজার মানুষের জনদূর্ভোগ।
ঘাগড়া, বাড়েরা, মরাকুড়ি, পাড়াইল সহ বিভিন্ন এলাকার শত শত মানুষ রাস্তা দিয়ে চলাচল করে। এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা বর্ষা ও শীতে চলাচলে নানা সমস্যায় ভোগে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে এই রাস্তার সংস্কার হয় এলজিইডি কর্তৃপক্ষ কতৃক। এলাকাবাসী আরো বলেন নিম্নমানের কাজের কারনে রাস্তাটি অচিরেই ভেঙ্গে গেছে। যানচলাচল হিসেবে অটোরিকশা মোটরসাইকেলে বেশি চলাচল করে, জানা যায় এক সপ্তাহে দুটি মোটরসাইকেলও উল্টে যায়। যার কারনে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়েও হতাশায় থাকেন অভিভাবকরা।
এলাকাবাসী আশা ব্যাক্ত করেন বর্তমান সরকারের সুদৃষ্টিতে রাস্তাটি মেরামত হলে সকল সমস্যার লাগব হবে ।