ববি প্রতিনিধি , জাকিয়া সুলতানা শিমু ২২ নভেম্বর ২০২৪ , ৯:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ
মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২২ নভেম্বর ) সন্ধ্যায় হল থেকে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেয়।
এসময় তারা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মাদকের খারাপ দিকগুলো তুলে ধরে।।তারা বলে মাদকের ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে ।শিক্ষার্থীদের দাবি, মাদকসেবন ও মাদক ব্যবসা কেবল শিক্ষার পরিবেশ নষ্ট করছে না, এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
আন্দোলনের আয়োজক এক শিক্ষার্থী বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।”
সিএসই বিভাগের ওয়াহিদুজ্জামান বলেন,যারা ক্যাম্পাসের মাদকবাজ তাদের বিরুদ্ধে একশন নিবো সবসময়,এবং বিশ্ববিদ্যালয়ে কোনো মাদকবাজ বসে আড্ডা দিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের হলে কিছু কুচক্রী লীগ যারা জুলাই বিপ্লবে বিপ্লবী ভাইদের গায়ে হাত দিয়েছে তারা কিভাবে হলে বসে মাদক সেবন করে।আমরা চাচ্ছি চব্বিশের স্বাধীন সংস্কারে ক্যাম্পাসে মাদকের কোনো কার্যক্রম চলতে পারে না।
দর্শন বিভাগের ১০ ম ব্যাচের ইফতেখার সায়েম বলেন, সবুজ অরণ্যের এই ক্যাম্পাসে কাল সাপ হয়ে দাঁড়িয়েছে কিছু মাদক ব্যাবসায়ী এবং মাদকসেবী।আমরা তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।