অপরাধ

ফুলবাড়িয়ায় পাকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

  মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া ময়মনসিংহ ২০ নভেম্বর ২০২৪ , ৩:৩৩:১৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়ার বড়ভিটা গ্রামে সাড়ে পনের শতাংশ জমির ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
গত ১৬ নভেম্বর শনিবার রুহুল আমীন গংরা পূর্ব শত্রুতার জের ধরে দেশিয় অস্র দিয়ে ভয় দেখিয়ে দিন দুপুরে রোপা আমন ধান কেটে নিয়েছে। এ ঘটনায় জমির মালিক মজিবুর রহমান বাদী হয়ে
ফুলবাড়িয়া থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় কান্দানিয়া মৌজায় সাবেক৩৬৭৫ এবং৩৬৭৬ হাল দাগ ১৪৫৯৫ শ্রেনী কান্দা চৌহদী উল্লেখ করে২৬সেপ্টেম্বর২০২৩ ইং সনে চার লক্ষ পয়ষট্টি হাজার টাকায় ৬৯০৫ নং দলিল মূলে সাড়ে ১৫ শতাংশ জমি উম্মে কুলছুম,অজুফা খাতুন,ওয়াহিদা খাতুন,সুফিয়া খাতুন দান সূত্রে ক্রয় করে ভোগ দখল করে আসছে।জমির মালিকা পক্ষের বাদী মজিবুর রহমান বলেন১৯৮৫ সনের মাঠ জরিপ মূলে হয়রত আলী বিএস রেকর্ড মূলে মালিক হয়ে২৮সেপ্টেম্বর২০২১
ইং সনে৬০২৫নং দলিল মূলে হেবা দলিল করে দেয়। ২৬সেপ্টেম্বর২০২৩ইং সনে চারলক্ষ পয়ষট্টি হাজার টাকায় ৬৯০৫ নং দান পত্র দলিল মূলে সাড়ে ১৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি।দলিল দাতারা সম্পর্কে বোন এবং ফুফু।
সরেজমিনে রোপা আমন ধান ক্ষেতে গেলে দেখা যায় শুধুু মাত্র ধানের শীষ গুলো কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চার পাশের জমির ধান কাটার সময় এখনও হয় নাই।
বিবাদী মো রুহুল আমীনের বক্তব্য চাইলে তিনি কথা বলতে অস্বীকার করেন।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

                   

সম্পর্কিত