শিক্ষা

ডুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা “বিপ্লবী বাংলা ২.০ আয়োজিত। 

  সকালের দুনিয়া ডেস্ক ১৬ নভেম্বর ২০২৪ , ৫:৫৬:২৫ প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ২ দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে গ্রুপ পর্ব থেকে বিজয়ী ৮ টি টিম নিয়ে কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে বিজয়ী ৪ টি দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বিজয়ী দুটি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে নিয়ে আজ ১৬ ই নভেম্বর ডুয়েট অডিটোরিয়ামে জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। 

গ্র্যান্ড ফিনালে সরাসরি বিতর্ক উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডুয়েটের ভিসি প্রফেসর ড. জয়নাল আবেদীন এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. কাওসার আবেদীন এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. উৎপল কুমার দাস।

প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল-মামুন রাসেল এবং জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। 

প্রতিযোগিতায়  বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন এবং রান আর আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

আরও খবর

                   

সম্পর্কিত