জাতীয়

ছাত্র আন্দোলনে নিহত দুই পরিবারের পাশে: সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল

  ইউসুফ হোসেন অনিক, ভোলা জেলা প্রতিনিধিঃ ১৫ নভেম্বর ২০২৪ , ৪:৫৭:৩৩ প্রিন্ট সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানী ঢাকায় নিহত বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দেউলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিউলি বাড়ির নিহত সোহেল ও সাচরা ইউনিয়নের বাথান বাড়ির নিহত সুজনের পরিবারের সদস্যদের বসবাস করার জন্য দুটি পাকা ঘর নির্মান করতে আর্থিক সহায়তা প্রদান করেন ও ঘর নির্মান কাজ সম্পন্ন করার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল বলেন, বোরহানউদ্দিন উপজেলার অনেকেই ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ হয়েছেন এদের মধ্যে সোহেল ও সুজনের পরিবার একেবারেই অসহায় এদের পরিবারের সদস্যদের বসবাসের ঘর দুটি অনুপযোগী হওয়ায় এ দুই পরিবারকে দুটি ঘর নির্মান করে দিবো আমার ব্যক্তিগত তহবিল থেকে পর্যায়ক্রমে উপজেলার সকল শহীদ পরিবার ও আহতদের পরিবারের পাশে আমি দাড়াবো।

পরে তিনি নিহত সোহেল এর কবর জিয়ারত করেন ও নিহতদের পরিবারের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি রায়হান আহমেদ শাকিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর

                   

সম্পর্কিত