প্রচ্ছদ

ফারুকী-বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা, আটক ৫

  সকালের দুনিয়া ডেস্ক ১১ নভেম্বর ২০২৪ , ৮:৩১:৫৮ প্রিন্ট সংস্করণ

তাওহিদি ছাত্র জনতার ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সভা করা হয়েছে। এসময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিক আটকদের পাঁচজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদি ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক। বাকিরা সবাই সদস্য।

পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবেশমুখে ৮-১০ জন তরুণ ব্যানার হাতে জড়ো হয়েছিলেন। আগে থেকে উপস্থিত থাকা পুলিশ ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় ৫ জনকে আটক করে।

আরও খবর

                   

সম্পর্কিত