সকালের দুনিয়া ডেস্ক ১১ নভেম্বর ২০২৪ , ৮:২০:২৬ প্রিন্ট সংস্করণ
আজ সোমবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে করতোয়া এক্সপ্রেস ট্রেনে ৪ জন কাটা পড়ার ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জোংড়া ইউনিয়নের ইসলাম নগরের বাসিন্দা আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন নগর এলাকার রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন তারা চারজন। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেনের শব্দ টের না পাওয়ায় ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।