বিনোদন

র‍্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী

  সকালের দুনিয়া ডেস্ক ২ নভেম্বর ২০২৪ , ৮:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন এই নায়িকা; সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হল নায়িকাকে।
সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র‌্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।

তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।

আরও খবর

                   

সম্পর্কিত