সকালের দুনিয়া ডেস্ক ২ নভেম্বর ২০২৪ , ১২:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ
২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ব্যাহত করাসহ স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছে কিছু টিভি চ্যানেল ও পত্রিকা, তারমধ্যে উল্লেখযোগ্য হলো ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’। সম্প্রতি সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হলে এর প্রতিবাদে ডুয়েট শিক্ষার্থীরা শুক্রবার রাত ১১.১৫ মিনিটে ‘ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর (ডুয়েট)’-এর গেটে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পোড়ানোর মাধ্যমে এই দুই পত্রিকাকে বয়কট ঘোষণা করেন।
এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো,
“এই ডুয়েটে হবে না, প্রথম আলোর ঠিকানা”, “ডেইলি স্টারের ঠিকানা,এই ডুয়েটে হবে না”।
তারা দেশবাসিকে উক্ত পত্রিকা দুটিকে বয়কট ঘোষণা করার আহ্বান জানান এবং অন্তবর্তীকালীন সরকারকে বাংলাদেশের ২৪-এর বিপ্লবকে ব্যাহত করার অপচেষ্টাকারীদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য বিশেষ আহ্বান জানান।