অপরাধ

সড়কের উপর  হকার দোকান বসানো ও সিএনজি টমটম পার্কিংয়ের কারণে  হ্নীলা বাজারে যানঝট কমছেনা

  টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধিঃ শামসুল আলম শারেক ৩১ অক্টোবর ২০২৪ , ১০:৪৪:০১ প্রিন্ট সংস্করণ

টেকনাফের রাজনৈতিক সচেতন ও জনবহুল স্টেশন হচ্ছে হ্নীলা বাস স্টেশন। 

এই স্টেশনে সদা সর্বদা যান ঝট লেগেই থাকে। স্টেশনের বাসিন্দা ও প্রতিদিন স্টেশনে আসা পথচারীরা নিয়মিত জন দূর্ভোগের অভিযোগ তুলেছে। 

  বর্তমানে সওজ বিভাগ রাস্তা সংস্কার করে ঢালাই দিয়ে বড় করে নির্মাণ, এবং মধ্যখানে ডিভাইডেড বেরিয়ার্ড বা আইল্যান স্থাপন করে যানঝট নিরসনের ব্যবস্থা করলেও স্টেশনটিতে যান ঝট আগের মতই লেগেই আছে। টেকনাফ বাস স্টেশন বা জেলার জনবহুল অনেক স্টেশনে দেখা গেছে রাস্তার দুই পাশে ড্রেনেজ ব্যবস্থায় স্ল্যাব দিয়ে  নির্মাণ করায় স্ল্যাবের উপর দিয়ে জন চলাচল করার সুযোগ রয়েছে যার কারণে রাস্তায় জনসাধারণের চলাচল কমএবং যানঝটও কম।কিন্ত হ্নীলা স্টেশনের বেলায় এই রকম কোন ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি সওজের পক্ষ থেকে যার কারণে ঐ ড্রেনের জায়গাতে বর্তমানে হকার দোকানীরা বসেছে।

অভিজ্ঞ মহল বলছে তার একটি মাত্র কারণ রাস্তার সাইডে ড্রেনেজ ব্যবস্থার উপর জনচলাচলের রাস্তায় হকার দোকানী বসানোর কারণে মানুষ চলাচল করছে রাস্তার উপর দিয়ে আর সিএনজি,টমটম,মিনি টমটমগুলো পার্কিংয়ে  রাখা হয় রাস্তার উপর। এতে করে একদিকে যানঝট লেগেই থাকে, অন্যদিকে স্টেশনের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

যা টেকনাফ উপজেলার আর কোন স্টেশনে দেখা যায়না।

হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির দৃঢ় হস্তক্ষেপ না থাকায় বাজার ইজারাদারা বেশী মুনাফা লাভের আশায় সংশ্লিষ্টদের সাথে যোগ সাজশে রাস্তার উপর হকারী দোকান গুলো বসার সুযোগ দেয়ায় উক্ত যানঝট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িঁয়েছে। তাছাড়া পার্কিং করা সিএনজি,টমটম,মিনি টমটম গুলো একটি নির্দিষ্ট জায়গাতে যাদি পার্কিংয়ের সুযোগ থাকত তাহলে কোন মতে কিছুটা হলেও যানঝট নিরসন হত,এবং রাস্তা থাকত যানঝট মুক্ত।

স্টেশনটি যানঝট মুক্তকরতে সওজ বিভাগ ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্টেশন সংশ্লিষ্ট  সচেতন মহল। 

এব্যাপারে বাজার ব্যবস্থাপনা কমিটির  সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ বলেছেন সিএনজি টমটম পার্কিংয়ের জন্য আলাদা জায়গা না থাকায় এসমস্যার সৃষ্টি হচ্ছে। আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হলে এই স্টেশন টি যানঝট মুক্ত হবে বলে আমি আশা করছি।###

আরও খবর

                   

সম্পর্কিত