প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১:৪৩:২৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহে পান কিনতে বের হওয়া নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
বুধবার রাতে নান্দাইল পৌর শহরের ৫ ন. ওয়ার্ডের চারি আনি পাড়া এলাকার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নান্দাইল থানার এসআই।
নিহত ৩৫ বছরের নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। চার সন্তানের জননী তিনি ।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সুজন বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে বুধবার রাত ১০টার দিকে পান কিনতে বাড়ি থেকে বের হন তিনি।
কিন্তু,ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খুঁজ শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরে ধান ক্ষেতে ক্ষত-বিক্ষত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।এসআই সুজন বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর তার মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।