খেলা

স্ট্যাটাস দিলেই যেহেতু সব হয়, প্রতিদিন একটা করে স্ট্যাটাস দিব: শান্ত

  স্পোর্টস ডেস্ক ২০ অক্টোবর ২০২৪ , ২:০৫:২৫ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগমুহূর্তে বরখাস্ত করা হয়েছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথরুসিংহেকে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের মাটিতে এই সিরিজ খেলতে পারছেন না সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে ক্রিকেটাররাও খুব একটা খুশি নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটাই যেন বুঝিয়ে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ছাত্র-গণআন্দোলনের সময় অনেক ক্রিকেটার ফেসবুকের মাধ্যেম সমর্থন দিলেও সাকিব ছিলেন নিশ্চুপ। বরং সোশ্যাল মিডিয়ায় তার বেড়ানোর ছবি দেখা গেছে। সরকার পতনের পর তার বিরুদ্ধে খুনের মামলা হয়। তখন প্রায় সব ক্রিকেটার সাকিবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু সাকিব যখন দেশে ফিরতে গিয়েও পারলেন না, তখন ক্রিকেটাররা কেন চুপ?

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি?সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি?
আজ রবিবার সকালে মিরপুরের সংবাদ সম্মেলনে উঠল এই প্রশ্ন। জবাবে অধিনায়ক শান্ত হাসতে হাসতে বললেন, ‘এরকম কোন কিছু না (ভয়ের কারণে ফেসবুকে পোস্ট দেননি কিনা) । আগামী কাল একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি এখানে উনি শেষ টেস্ট খেলতে পারলে খুব ভালো হতো। ফোকাসটা ওই জায়গায় আনা হয়েছে যেন আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। যত কথা বলব এখন কোন কিছু পাওয়ার সম্ভাবনা কম। আমরা সবাই জানি কেন উনি আসতে পারছে না। এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা ফেসবুকে স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়। আমিও ভাবছি প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেব।’

আরও খবর

                   

সম্পর্কিত