সারাদেশ

ফুলবাড়িয়া এপি’র বিশ্ব হাত ধোয়া দিবসউদযাপন ।

  ফুলবাড়িয়া ময়মনসিংহ, মোঃহেলাল উদ্দিন উজ্জল প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৬:০৪:১৮ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া এপিওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্ন হাত গুরুত্বপূর্ন এই প্রতিপাদ্যে১৫ অক্টোবর মঙ্গল বার সকালে পৌরসভার৭ নংওয়ার্ডেরএজি চার্চে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন করা হয়েছে। ফুলবাড়িয়াএপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নবাগত ম্যানেজার নম্রতা হাউই এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভয় বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.নাসির উদ্দিন,ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসা ফ্লোরা মাংসাম,ইউএনডিসির সভাপতি মো.সুরুজ মিয়া,সাংবাদিক হেলাল উদ্দিন উজ্জল। আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদর্শন করা হয়েছে।
ফুলবাড়িয়াএপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ নবাগত ম্যানেজার নম্রতা হাউই বলেন হাত ধোয়ার সাতটি নিয়ম মেনে হাত ধৌত করলে আমাদের ডায়েরিয়া সহ জটিল রোগ গুলো থেকে মুক্তি পাবো।ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসা ফ্লোরা মাংসাম বলেন পারিবারিক ভাবে মায়েদের হাত ধোয়ার উপর আরও সচেতন হতে হবে মায়েরা নিয়ম মেনে হাত ধৌত করলে শিশু সুস্থ্য ভাল থাকবে।

আরও খবর

                   

সম্পর্কিত