আন্তর্জাতিক

পরমাণু স্থাপনা নয়, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করবে ইসরায়েল

  আন্তজার্তিক ডেস্ক ১৫ অক্টোবর ২০২৪ , ৩:১৫:১৮ প্রিন্ট সংস্করণ

দু এক সপ্তাহ আগে চিরশত্রু ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে বড় ধরনের হামলা চালায় ইরান। এরপর ইসরায়েলের দিক থেকে ইরানে পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিশোধের এই হামলায় ইসরায়েল ইরানি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা করবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তবে পরমাণু স্থাপনা নয়, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা করবে করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যেই আশ্বস্ত করেছেন তিনি। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক অবকাঠামোগুলোতে আক্রমণ করবে বলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন। ইরানের পারমাণবিক ও তেল স্থাপনায় হামলার বিরুদ্ধে প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দেওয়ার পর নেতানিয়াহুর পক্ষ থেকে এই নিশ্চয়তা সামনে এলো।

আরও খবর

                   

সম্পর্কিত