অপরাধ

ময়মনসিংহে হাতেনাতে ধরা পরলো ছিনতাইকারী

  সকালের দুনিয়া ডেস্ক ১৫ অক্টোবর ২০২৪ , ২:২২:০৫ প্রিন্ট সংস্করণ

আজ ( ১৫ অক্টোবর ) মঙ্গলবার সকাল ১১ টার দিকে ময়মনসিংহ টাউন হল মোর থেকে আনন্দ মোহন কলেজ রোডে যাচ্ছিলেন এক মহিলা,হঠাৎ করে ছিনতাইকারী মহিলার কাঁধে থাকা ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর সময় সাধারণ জনতা ছিনতাইকারী কে ধরে বেধড়ক গনপিটুনি দেয়|
স্হানীয় লোকজন আরো জানান,এই ছিনতাইকারী প্রায়ই এই এলাকাতে এই ধরনের ছিনতাই করে বেড়ায়,লোকজন সাথে সাথে পুলিশ কে জানালে
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা হইতে পুলিশ আসিয়া ছিনতাইকারীকে আটক করে|
থানায় নিয়ে যায়|

আরও খবর

                   

সম্পর্কিত