প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১২:১৩:২২ প্রিন্ট সংস্করণ
কয়েক দিন আগে ঈদের একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের বন্ধুত্বের কথা জানান মাহিয়া মাহি ও চলচ্চিত্র তারকা জয়।
মাহি বলেন, ‘জয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ওই সম্পর্ক গোপনই রাখতে চান।’
তবে মাহির এ কথার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সব জায়গায়। শুরু হয় নানা চর্চা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহি।
দেশের বাইরের গণমাধ্যমেও খবর প্রকাশ পায় জয়ের সঙ্গে প্রেম করছেন মাহি।
এদিকে বিষয়টি নিয়ে অনেকটাই চুপ ছিলেন জয়। মঙ্গলবার রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয়। সেখানেই মাহি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন এই নায়ক। বলেন, ‘মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না। আমাদের সম্পর্কটা অনেক পবিত্র।জয় আরো বলেন, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনো। কারণ মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি।