অনলাইন ডেস্ক ১৫ অক্টোবর ২০২৪ , ১:৩১:৩০ প্রিন্ট সংস্করণ
ঢাকার সবুজবাগ থানার দক্ষিণগাঁও শাহী মসজিদ এলাকার একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় একজন দর্জি ছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে। পরে রাত আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে পুলিশ।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে তার গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
আরও বলেন, সানাম আক্তার পিয়া সবুজবাগ থানার দক্ষিণগাঁও ৩৯ নম্বর বাসায় ভাড়া একাই থাকতো। সে পেশায় একজন দর্জি ছিলেন। বাসার ঝাড়ুদার ঝাড়ু দিতে গিয়ে বাসার মালিককে বিষয়টি জানায় এবং পরে আমাদের থানায় খবর দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ওই নারীকে কী কারণে কারা হত্যা করেছে সে বিষয়ে জানতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে তার পূর্ব পরিচিত কেউ এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তার বাড়ি মাগুরা জেলার সদর থানার চাঁদপুর গ্রামে।