শিক্ষা

শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে চালু হলো ভাষা সৈনিক এম এ মতিন পাঠাগার

  প্রতিবেদক,মেহেদী রিয়ন : ১৫ অক্টোবর ২০২৪ , ১:০৭:৩৬ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে ভাষা সৈনিক এম এ মতিন পাঠাগার চালু করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই পাঠাগার প্রতিদিনই আগ্রহী পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। শীতকালীন সময়ে পাঠাগারটি সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে এবং গ্রীষ্মকালীন সময়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঠকরা এখানে সময় কাটাতে পারবেন।
আর পাঠাগারটি সাপ্তাহিক
বন্ধ রবিবার।

ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ এম এ মতিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পাঠাগারটি নির্মাণ করা হয়েছে। এটি পার্কের মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত হওয়ায় পাঠকদের জন্য জ্ঞানার্জনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও সৃষ্টি করেছে। পাঠাগারটিতে রয়েছে নানান বিষয়ের ওপর বই ও গবেষণামূলক সামগ্রী, যা স্থানীয় শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের জন্য মূল্যবান সম্পদ হবে বলে মনে করা হচ্ছে।

আরও খবর

                   

সম্পর্কিত