খেলা

আমরা নিজেদের পথ খুঁজে নিচ্ছি : কোচ দরিভাল

  স্পোর্টস ডেস্ক ১১ অক্টোবর ২০২৪ , ৯:০০:১০ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। দুই নতুন ফরোয়ার্ডের গোলে (শুক্রবার) ভোরে তারা চিলিকে ২-১ গোলে হারিয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জর ব্রাজিল শিবিরে। কোচ দরিভাল জুনিয়রও সেটি নিয়ে কথা বলেছেন। তবে এখনই তৃপ্ত হতে পারছেন না তিনি, বলছেন ‘সবে পথে খুঁজে পেতে শুরু করেছে’ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর শিষ্যদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন দরিভাল। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে করা গোলে ব্রাজিলকে সমতায় ফেরান অভিষিক্ত ফরোয়ার্ড ইগর জেসুস। পরবর্তীতে ম্যাচের একদম শেষদিকে লুইস এনরিক বাঁ পায়ের বাঁকানো শটে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তারুণ্য নির্ভর দল নিয়ে এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ।

তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই তাদের মনোযোগ ছিল উচ্চ পর্যায়ের। তারা যেমন খুশি, আমিও খুশি দলের পরিপক্বতা দেখে। ভারসাম্য, স্থিতিশীলতা রেখে তরুণ দল গতি বাড়ানোর চেষ্টা করছে, দুই পাশ দিয়ে বল নিয়ে এগোচ্ছে। এই ম্যাচে বেশ কিছু জিনিস দেখেছি, যা কাজ করেছে। এটি পরিষ্কার যে আমরা ধাপে ধাপে ও ধীরে ধীরে সেরা পথ বেছে নেওয়ার চেষ্টা করছি।’
ধীরে ধীরে শিষ্যরা সঠিক পথ খুঁজে নিতে শুরু করেছে বলেও দাবি ব্রাজিল কোচের। একইসঙ্গে ২০২৬ বিশ্বকাপে ভালো করার ইঙ্গিত দিলেন আবারও, ‘(পারফরম্যান্সের) ওঠা-নামা হয় এবং এটা চলতে থাকবে। তবে আমি আবারও বলছি, দুই বছরের মধ্যে শক্তিশালী দল নিয়ে হাজির হব। আগে যা কিছু বলা হয়েছে, এখন তার বাস্তবায়ন হচ্ছে। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের শেষ ম্যাচের দলে থাকা মাত্র চারজন ছিল আজকের ম্যাচে। এটি একটি প্রক্রিয়া। এটি মূলত আমি আগেও যেমন বলেছিলাম, আমাদের খেলার ধরনে পরিবর্তন আসছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাব। তবে আমরা নিজেদের পথ খুঁজে নিচ্ছি।’

আরও খবর

                   

সম্পর্কিত