সারাদেশ

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবস আলোচনা সভা 

  মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ১৮ এপ্রিল ২০২৪ , ১১:৪৫:৫৬ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবস আলোচনা সভা 
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবস আলোচনা সভা 

ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিব নগর দিবস আলোচনা সভা 

ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধি: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ এপ্রিল সকালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনশেষে কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল হোসাইন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য জিনাত রেহানা ইলোরা, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সদস্য এস এম ইব্রাহিম, আইয়ুব আলী মাস্টার, রাকেশ মল্লিক, মামুনুর  রশীদ মামুন, মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুল হান্নান, ডাঃ দিদারুল ইসলাম রুবেল।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন,

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের এনামুর রহমান রবি, শ্রমিকলীগের মনির উদ্দিন, বছির উদ্দিন আহমেদ, যুবলীগের মঞ্জুরুল হক রাসেল, সাইফুল আলম কাজল, তাতীলীগের আহবায়ক চান মিয়া, কামরুজ্জামান প্রমুখ।

সভায় মুজিব নগর সরকার গঠনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ১৭ এপ্রিল শপথ নেয়ার মধ্যদিয়ে এই অস্থায়ী  সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নেতৃবৃন্দ বলেন, ১৭ এপ্রিল হঠাৎ করে আসেনি। দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ১৭ এপ্রিল এসেছে। 

সভায় আগামী উপজেলা পরিষদের নির্বাচনে সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থীতা করার বিষয়ে আলোচনায় প্রাধান্য পায়। সভায় ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়। ঐ নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি না করায় নৌকার বিজয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলা আওয়ামী লীগ অতীতেও ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্র ছিল থাকবে। নিজেদের সজাগ থাকতে হবে। 

আরও খবর

                   

সম্পর্কিত