জেলা প্রতিনিধি শেরপুরঃ আনিছ আহমেদ ৯ অক্টোবর ২০২৪ , ৫:২৪:০৭ প্রিন্ট সংস্করণ
শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
৯ অক্টোবর বুধবার থেকে জেলা সদরসহ ৫টি উপজেলায় ১৫২টি পূজামণ্ডপে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।এরমধ্যে শেরপুর সদরে ৮৩টি, নালিতাবাড়ীতে ৩৬ টি, নকলায় ১৭টি, ঝিনাইগাতীতে ১৪টি ও শ্রীবরদী উপজেলায় ১২টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
ইতিমধ্যেই জেলার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরের মতো প্রতিটি পূজা মন্ডপে সরকারি সহায়তা বিতরণের পাশাপাশি পূজা মন্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার লক্ষ্যে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
তিনি জেলার সর্বত্র সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গোৎসব পালনের আহ্বান জানান