ভোলা জেলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ৫ অক্টোবর ২০২৪ , ৪:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
বোরহানউদ্দিনে দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত- চ্যাম্পিয়ান হাকিমুউদ্দিন বাজার একাদশ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাকিমুউদ্দিন মাছ ঘাট সংলগ্নে দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গতকাল ০৪ অক্টোবর ২০২৪ইং শুক্রবার ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন,হাকিমুউদ্দিন বাজার একাদশ বনাম হাওলাদার বাড়ী একাদশ। উক্ত ম্যাচে হাকিমুউদ্দিন বাজার একাদশ ০৩ -০ গোলে জয় লাভে করে চ্যাম্পিয়ন হয়েছে। হাকিমুউদ্দিন বাজার একাদশ।
শুক্রবার বিকালে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা দেখেন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম নাছিম কাজী। সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সাংস্কৃতিক সংগঠক ও দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন হাওলাদার, ক্রীড়া সম্পাদক সোহেল হাওলাদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন হাওলাদার, টবগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া হাওলাদার, বিশারামপুর স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার হাওলাদার, টবগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, বিশারামপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি ড্যানিশ চৌধুরী,পৌর সেচ্ছাসেবক নেতা মো.আমীন,ছাত্রনেতা মো.সুমন,টবগী ৪ নং ওয়ার্ডের মেম্বার পারভেজ হাওলাদার,টবগী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম সেজয়াল, টবগী ইউনিয়ন যুবদলের নেতা মো.খোকন হাওলাদার,মো.আখি হাওলাদার, বাহার হাওলাদার, মলংচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (নুরহোসেন) তন্ময় শিকদার, সহ প্রমুখ।
এসময় খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজারো দর্শক এর সমাগোম ঘটে।
খেলোয়াড়দের উৎসাহিত করেন বিশিষ্ট ক্রীড়া সাংস্কৃতিক সংগঠক ও সবার পরিচিত মুখ দালালপুর উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন হাওলাদার,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়নের তরুন খেলোয়াড় ও সমর্থক বৃন্দ।