ডুয়েট প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৮:০২:১২ প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক “অ্যালামনাই রিইউনিয়ন, নবীন বরণ এবং বিদায়ী সংবর্ধনা” অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আইপিই বিভাগের এর সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মঈনুল ইসলাম। পরবর্তীতে বিভাগের অনান্য শিক্ষকদের সহ উক্ত বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা র্যালী প্রদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
এরপর উক্ত বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে বিভাগের নিজস্ব ল্যাবে ক্যাড কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম এ নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আরেফিন কাওসার। অনুষ্ঠানের এক পর্যায়ে আইপিই ডিপার্টমেন্টের নবগঠিত অ্যালামনাই কমিটি প্রদান করেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান।
শিক্ষার্থীরা জানান, এই অ্যালামনাই গঠন তাদের ক্যারিয়ার গঠন থেকে শুরু করে কর্মজীবনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সহায়ক ভুমিকা পালন করবে। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরা জানান, তারা অ্যালামনাই এর কার্যক্রম সঠিক ভাবে সচল রাখতে চলমান শিক্ষার্থীদের কার্যকরী ভুমিকা পালন করতে আহবান করেন।
সারাদিনব্যপী এই আয়োজনে খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানামুখী কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হচ্ছে উক্ত অনুষ্ঠান।