প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১১:১১:৪৭ প্রিন্ট সংস্করণ
প্রথম আলো ক্রীড়া পুরষ্কার- পাঠকের ভোটে বর্ষসেরা (২০২২)- সাকিব আল হাসান
পাঠকের ভোটে বর্ষসেরা ২০২২ সালের জন্য মনোনয়ন পেয়েছিলেন জামাল ভূঁইয়া, লিটন দাস, সাকিব আল হাসান, সানজিদা আক্তার। আবারও সেটি জিতলেন একজন ক্রিকেটার—সাকিব আল হাসান।
এ সময়ে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে, তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন বিসিবি সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান,
” সাকিব তো আনপ্রেডিক্টেবল”