কুমিল্লা (হোমনা) প্রতিনিধি: তানভীর ইসলাম আলিফ ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪২:৪৭ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার হোমনায় ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক নুর নবী (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কটুক্তি করায় – বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় “আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত” বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা- হোমনা উপজেলা শাখার আয়োজনে হোমনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ কবির হোসাইন।
আরো উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুস সাত্তার ভুঁইয়া আল কাদেরী, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত, হোমনা উপজেলা, ডা. মুহাম্মদ ফজলুর রহমান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা, মুহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হোমনা উপজেলা, মাওলানা হাফেজ আবদুস সালাম মোল্লা, সহ সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা, মাওলানা হাফেজ মুহাম্মদ নিজামুদ্দিন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা, আলহাজ্ব আলী আকবর মোল্লা, সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, হোমনা পৌরসভা , ইঞ্জিনিয়ার মুহাম্মদ বাহাউদ্দীন, অর্থ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা, মুফতি মুহাম্মদ নেছার উদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুবসেনা, হোমনা উপজেলা, মাওলানা ইউনুস হোসাইন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোমনা উপজেলা, মাওলানা মুহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোমনা উপজেলা, ছাত্রনেতা আল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হোমনা উপজেলা, মাওলানা সফিউল্লাহ, সভাপতি, বাংলাদেশ ইসলামী যুবসেনা, ভাষানিয়া ইউনিয়ন, মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জয়পুর ইউনিয়ন শাখা, এছাড়াও হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ভারতের মুম্বাইয়ে নুর নবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লা) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে কটুক্তি করে নবীজির আরশচুম্বী মর্যাদায় আঘাতের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে বাংলাদেশ সরকার যেন ভারতের দূতাবাস কে তলব করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।