কুমিল্লা (হোমনা) প্রতিনিধি:তানভীর ইসলাম আলিফ ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ১১:০৫:২৫ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার হোমনায় ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলো হোমনা উপজেলার ইটাভরা গ্রামের মো. রেনু মিয়ার ছেলে মোঃ মাসুম(২৮), ঢাকার গনকটুলী সিটি কলোনীর রাজিন চন্দ্র দাসের ছেলে ওপেন্দ্র চন্দ্র দাস(৩৯) এবং একই কলোনীর আবদুল আউয়ালের ছেলে মো. ইউনুস(৪৮)।
থানা সূত্রে জানাযায়, বুধবার(২৫ সেপ্টেম্বর) রাতে হোমনা গৌরীপুর রোডের মাথাভাঙা নতুন রাস্তার মোড়ে ও সেলিম মোটর সাইকেল গ্যারেজের সামনে এবং ছয়ফুল্লাহকান্দি খলিল মাষ্টারের বাড়ির কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়। এ সময় ১টি সিএনজি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাবেদ উল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।