কুমিল্লা (হোমনা) প্রতিনিধি:তানভীর ইসলাম আলিফ ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ১:০০:০৫ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার হোমনায় থানা পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিশ্বিকারী গ্রামে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।
আটকের পর তাদের তল্লাশি করে ৬২ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মিশ্বিকারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) ও কারারকান্দি দক্ষিণ পাড়া সরকার বাড়ীর মৃত রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)।
এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর মাদক কারবারির ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিশ্বিকারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. উজ্জলের বাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝে উজ্জল পালিয়ে যায়। এসময় তার শয়নকক্ষ থেকে ৩টি রামদা, ১টি লম্বা ছেনি, ২টি চাইনিজ কুড়াল, ২টি লোহার দামা, ১টি স্টিলের চাপাতি, ১টি ছোরা, ১টি মাছ মার্কা টিপছোরা ও ১টি কাঠে লাঠি ও মাদক বিক্রির এক লাখ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা জব্দ করেন।
এছাড়াও আটককৃতদের দেহ তল্লাশি করে ৬২পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হোমনা থানার এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করবেন থানার এসআই মঞ্জুর হোসেন। আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হবে।