| |

Ad

নালিতাবাড়ীতে তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

আপডেটঃ 10:08 am | January 17, 2018

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে দুর্নীতি বিরোধী আন্দোলনে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে সোমবার দিনব্যাপী সংগঠনটির কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের উদ্ভোধন করেন সনাক সভাপতি জোবায়দা খাতুন। পরে টিআইবি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মাসুম বিল্লাহ ও প্রোগ্রাম ম্যানেজার বরকত উল্লাহ বাবু প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের আহবায়ক ও সনাক সদস্য আল্পনা সাহা ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন। প্রশিক্ষণে তথ্য প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্নীতি বিরোধী আন্দোলন আরো বেগবান করা যায়, কিভাবে প্রমাণ্য চিত্র তৈরি করা যায় ইত্যাদি বিষয়ে সেচ্ছাসেবক দল ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।