| |

Ad

বাংলাদেশ যুব গেমস ২০১৮ ময়মনসিংহ বিভাগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ॥

আপডেটঃ 4:12 am | January 09, 2018

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব গেমস ২০১৮ ময়মনসিংহ বিভাগে উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বিকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালাহউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মঈন খান, ময়মনসিংহ বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, চার জেলার পুলিশ সুপার, ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম সহ ময়মনসিংহ বিভাগের সর্বস্তরের কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রধান অতিথির বক্তব্যে পরে মশাল প্রদক্ষিন ও বেলুন উড়ানোর মাধ্যমে খেলার উদ্বোধন ঘোষনা করা হয়। চার জেলার খেলোয়াড়বৃন্দ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।