| |

Ad

তারাকান্দায় এলজিএসপি -৩ এর অর্থায়নে টিউবওয়েল বিতরণ

আপডেটঃ 3:44 pm | December 26, 2017

তারাকান্দা প্রতিনিধি ॥ ময়মনসিংহের তারাকান্দায় এলজিএসপি -৩ এর অর্থায়নে উপকারভোগীদের মাঝে গতকাল মঙ্গলবার টিউবওয়েল বিতরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদে ২০১৭-২০১৮ অর্থ বছরে লোকাল গভার্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট( এলজিএসপি) -৩ এর অর্থায়নে গতকাল মঙ্গলবার গোয়াতলা শসার বাজারে টিউবওয়েল বিতরনী সভায় সভাপতিত্ব করেন কাননী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপন। বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা। ইউপি সচিব মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য কামাল উদ্দিন খান, বাবুল মিয়া মন্ডল, সায়েদুর রহমান, ইউপি সদস্যা হাসনা বেগম বেবী, হাসিনা বেগম প্রমূখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিন সুলতানা উপকারভোগী ৯টি ওয়ার্ডে ৪৪জনের মাঝে টিউবওয়েল, ১ও ৭নং ওয়ার্ডে রিং পাইপ এবং ৫ও৯ নং ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করেন।