| |

Ad

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে করনীয়তা নির্ধারনে মতবিনিময় সভা

আপডেটঃ 10:53 am | December 26, 2017

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নারী প্রগতি সংঘ ওমেন ওয়ার্ল্ড ডে অব প্রেয়ার,জার্মানীর অর্থায়নে পাওয়ার অব সেল্ফ ডিফেন্স অ্যান্ড মটিভেশনটু প্রিভেন্ট ভায়োলেন্স এগেনস্ট ওমেন/গার্লস প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে করনীয়তা নির্ধারনে এক মতবিনিময় সভা আজ ২৬ নভেম্বর সকালে স্থানীয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্রাঞ্চ ম্যানেজার সনজিব কুমার নাহা।অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক,কমিউনিটি লিডার ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অফিসার মোঃ মশিউর রহমান।
উল্লেখ্য বাংলাদেশ নারী প্রগতি সংঘ ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলায় সর্বমোট ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচিত বিদ্যালয়গুলির শিক্ষার্থীগন স্কুল এবং কমিউনিটিতে সকল ধরনের সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে আত্মবিশ্বাসী হবে এবং স্কুল ও কমিউনিটিতে নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কমিউনিটির লোকজন, শিক্ষক-শিক্ষার্থী, যুবা ও স্থানীয় প্রশাসন সহযোগী ভূমিকা রাখবে।ইতিমধ্যে প্রকল্পের এক বছরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ পর্যায়ে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে প্রকল্প কার্যক্রমগুলি কিভাবে এবং কতটুকু ভূমিকা রাখছে তা পর্যালোচনা করে পরবর্তি কর্মকৌশল নির্ধারনের মাধ্যমে প্রকল্প কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রকল্পের সাথে সংশ্লিষ্ঠ সকলের কি করণীয় তা নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ এবং সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রত্যাশা করা হয়।