| |

Ad

২১-২৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা ইজতেমা সুষ্টুভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমুলক সভা

আপডেটঃ 5:24 am | December 09, 2017

স্টাফ রিপোর্টার : আগামী ২১-২৩ ডিসেম্বর অনুষ্টিতব্য ময়মনসিংহ জেলা ইজতেমা সুষ্টুভাবে উদযাপনের লক্ষে গতকাল ৭ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত হয়।জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ তাবলীগ জামাতের মুরুব্বি প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে ইজতেমার সার্বিক ব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। জেলা প্রশাসক ইজতেমা মাঠের নিরাপত্তা,পানি বিদ্যুৎ যানযট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরুধ জানান।সভায় জেলা ম্যাজিষ্ঠ্রেট আরিফ আহম্মেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়িতা শিল্পী, তাবলীগ জামাতের মুরুব্বিগন আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবগর্ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।