| |

Ad

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটঃ 5:19 am | December 09, 2017

স্টাফ রির্পোটার ॥ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প কতৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার বিতর্কিত সিন্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প কতৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার বিতর্কিত সিন্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা বড় মসজিদ প্রাঙ্গনে বিক্ষাভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি অধ্যাপক মুহিবুল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মনজুরুল হক ও সংগঠনের নেতা মাওলানা আবু তাহের প্রমুখ। বক্তারা মুসলমানদের পবিত্র স্থান রক্ষার জন্য সরকারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার সিন্ধান্ত কঠোর ভাষায় প্রতিবাদ করার জন্য আহবান জানিয়েছেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়েছে।