| |

Ad

নান্দাইলে বিদ্যুতের শুভ উদ্ধোধন

আপডেটঃ 5:02 am | December 09, 2017

 

নান্দাইল প্রতিনিধি: “জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুত” এই স্লোগান বাস্তবায়নে শুক্রবার ৮ ডিসেম্বর নান্দাইল উপজেলা জাহাঙ্গীপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামে ১৫৩টি গ্রাহকের মাঝে বিদ্যুতের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। এসময় নান্দাইল পল্লী বিদ্যুত সমিতির পরিচালক টিপু সুলতানের সভাপতিত্বে পল্লী বিদ্যুতের ডিজিএম মুখলেছুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম মন্ডল, উপজেলা আওয়ামী মহিলা যুব লীগের আহহ্বায়িকা লুৎফুন্নাহার লাকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন মন্ডল প্রমুখ ব্যক্তিবর্গসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন বলেন, নান্দাইল উপজেলায় শতাভাগ বিদ্যুৎ নিশ্চায়ন সহ একটি ডিজিটাল উপজেলা হিসাবে গড়তে আগামী নির্বাচনে সকলের সহযোগীতা কামনা করেন। জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় সংসদ সদস্য এমপি তুহিনের ব্যাপক প্রশংসা এবং আগামী ২০১৯ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির জন্য দোয়া কামনা সহ পাশে থাকবেন বলে এলাকার সর্বস্তরের লোকজন আশ্বস্ত করেন।