| |

Ad

তারাকান্দায় ইউনিক আইডি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

আপডেটঃ 3:38 pm | February 14, 2022

তারাকান্দা প্রতিনিধি :- ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং ইউনিক আইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল নয়টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উদ্ভোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমতের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস, শেখ মুজিব কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক  মো. জামাল উদ্দিন প্রমুখ।