| |

Ad

জামালপুরে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

আপডেটঃ 4:45 am | September 24, 2021

আসিফ বিল্লাহ(জামালপুর প্রতিনিধি):- সাংবাদিতা এখন হুমকির কাজ।যে দেশে গণমাধ্যম কর্মীদের জীবনের মূল্যায়ন নেই সেই দেশে কি করে বসবাস করা যায়?বৃহস্পতি রাত আনুমানিক ১১.২০মিনিটের দিকে দৈনিক সকালের দুনিয়া সংবাদ পত্রের জামালপুর জেলা প্রতিনিধি আসিফ বিল্লাহ অনিক জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বালিজুড়ী পন্ডিদ পাড়ায় একটি গোপনীয় সংবাদের ভিত্তিতে সংবাদ সগ্রহ করার পর বাড়ি ফেরার পথে জনৈক ও সরকার দলীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিবর্গের মুখে পড়তে হয় এবং বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে সংবাদ কর্মীর সহোযোগী ৪জনের মোবাইল নিয়ে নেন তারা।

এসময় সংবাদ কর্মীর ফোন নিয়ে নেন তারা। তারপর সংবাদকর্মীর সাথে থাকা তার ৪ সহোযোগীকে বেধোড়ক পিটানো হয়।

পরিশেষে সংবাদকর্মীর ফোন ফেরত দিলেও তার সহোযোগীদের ফোন ফেরত দেওয়া হয়নি বরং সরকারি প্রভাব খাটিয়ে অন্যায় কে ন্যায় বলে চালিয়ে দেওয়া ও সংবাদ কর্মীর ফোনের সকল ডেটা মুছে দেন তারা।

বিচার দেশ ও জাতির কাছে?কেন মুজিবের আদর্শে গড়া বঙ্গবন্ধু কন্যা তিন বারের সফল প্রধানমন্ত্রী ও মাদার অফ হিউম্যান এবং জননেত্রী শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় প্রত্যেকটা গণমাধ্যমকর্মি লাঞ্চিত ও অপমানিত হবে??