| |

Ad

লকডাউনে কঠোর অবস্থানে জামালপুর জেলা ও উপজেলা প্রশাসন

আপডেটঃ 3:36 pm | July 04, 2021

আসিফ বিল্লাহ:- জামালপুর জেলার উপজেলা মাদারগঞ্জে,চলমান লকডাউনের চতুর্থ দিনে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভাপতিি

ও নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এর নির্দেশনায় সহকারি কমিশনার ( ভূমি ) মাফরোজা আক্তার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন এর যৌথ নেতৃত্বে পুলিশ বিভাগকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন।

সেই সাথে চলমান লকডাউন ও করোনা বিষয়ক স্বাস্থ্য বানী প্রচার করেন।