| |

Ad

লকডাউনে সারা দেশের মতো জামালপুরেও পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান।

আপডেটঃ 3:29 pm | July 03, 2021


আসিফ বিল্লাহ:- কোভিড-১৯ সারা দেশে ব্যাপক হারে বৃদ্ধির কারণে প্রথম বারের মতো সারাদেশে চলছে শাটডাউন।

১জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত চলবে এই শাটডাউন।এই শাটডাউনে সবাইকে সচেতন করতে ও দেশের মানুষদের সুরক্ষিত রাখতে পুলিশ প্রশাসন কঠোরভাবে অবস্থান করছেন।সারা দেশের মতো জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়ও চলছে পুলিশের বিশেষ অভিজান।

মাদারগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মাদারগঞ্জ থানার সার্কেল অফিসার জনাব সজল কুমার সরকার সহ এস আই জিন্নাহ মোল্লার নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলায় চলছে পুলিশের দিন/রাত চিরুনী অভিযান।উক্ত বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সার্কেল অফিসার সজল কুমার সরকার বলেন-পুলিশ জনগণের রক্ষক।

তাই তাদের যে কোন বিপদে আমাদেরকেই আগে পাশে দাড়াতে হবে।এই মহামারী পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে, সরকারি আদেশ অবধি।