বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান’কে স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
আপডেটঃ 7:45 am | January 24, 2021
দেলোয়ার হোসেন রাজিবঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব,বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা ।

আজ ২৪ জানুয়ারী দুপুরে সাজ্জাদুল হাসানের পিত্রালয় মোহনগঞ্জে শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয় । স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল জামাল উদ্দিন এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বাশিপ জেলা কমিটির নেত্রী মাহমুদা মলি ছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ শাখার নেতাকর্মী বৃন্দ ।
এ সময় বিমান বাংলাদেশ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিক্ষকদের বিভিন্ন বিষয়ক খুঁজ খবর নেন এবং বর্তমান সরকারের শিক্ষকদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর কথা তুলে ধরেন । শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে আহ্বান জানান । তিনি করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন ।