| |

Ad

তারাকান্দা সড়ক দুর্ঘটনায় নিহত-৭

আপডেটঃ 2:54 pm | January 03, 2021

জাহাঙ্গীর তালুকদারঃ ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ ৭ জন নিহত হয়েছে । আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় ময়মনসিংহে নেত্রকোণা সড়কের তারাকান্দা উপজেলার দয়ারামপুরে গ্রামের ময়মনসিংহগামী বাস ও নেত্রকোনাগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ ৭ জন নিহত হয়েছে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি ও তারাকান্দা থানা সূত্রে জানা গেছে, নিহতরা হল ফারুক মিয়া (৩৫),নিজাম উদ্দিন (৪০),জুলেখা খাতুন (৪২),মাসুমা আক্তার(২৫), রফিকুল ইসলাম (২৯),সোহান মিয়া (৩২) সহ এক শিশু (৭ দিন)। নিহতের বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেছুয়ালেঞ্জি গ্রামে। নিহতের মধ্যে ফারুক, নিজাম,জুলেখা,মাসুমা ও শিশু সন্তান একই পরিবারের সদস্য।