| |

Ad

আজ শেষ দিনে কেন্দুয়া পৌরসভায় মেয়র ২,সাধারণ কাউন্সিলর ৩৯ ও সংরক্ষিত আসনের ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেটঃ 1:14 pm | December 20, 2020

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পদে রবিবার (২০ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।

মেয়র পদে ২জন,সাধারন কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ ২০ ডিসেম্বর। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মেয়র পদে আওয়ামীলীগ থেকে আসাদুল হক ভূঞা ও বিএনপি থেকে শফিকুল ইসলাম এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯জনও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির শফিকুল ইসলাম শফিক ও নাসির খন্দকারসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বিএনপি থেকে নাসির খন্দকার ফরম কিনলেও তিনি জমা দেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৬ জানুয়ারি কেন্দুয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।