| |

Ad

হালুয়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস ও আলোচনা সভা

আপডেটঃ 11:22 am | December 14, 2020

দুলাল রায়: সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় স্থানীয় ও দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত গতকাল ১৪ ডিসেম্বর ৭১ এর এই দিনে পাকিস্তানীদের হাতে নিহত হয় বুদ্ধিজীবিগণ।

তারই ধারাবাহিকতায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট, উপজেলা শাখা, বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট উপজেলা শাখা, মুর্শেদ আনোয়ার খোকন, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ খায়রুল আলম ভূঞা, মেয়র, হালুয়াঘাট পৌরসভা, মোঃ আওলাদ হোসেন,

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ, আহবায়ক, আওয়ামী যুবলীগ, হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ আকিকুল ইসলাম সভাপতি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ শাহাব উদ্দিন ওমর সাকি, সভাপতি বাংলাদেশ কৃষকলীগ, মনিরুজ্জামান মনির,

যুগ্ম আহবায়ক, মোঃ আব্দুল জলিল, তাঁতীলীগ, হালুয়াঘাট শাখা, মোঃ গিয়াস উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা, হালুয়াঘাট, মুক্তিযোদ্ধা সংগঠন, মহিলা আওয়ামীলীগ, সহ সর্বস্তরের নেতা নেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, সভা পরিচালনা করেন মোহাম্মদ শাহ্ আলম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, হালুয়াঘাট উপজেলা শাখা, সভাপতির বক্তব্যে কবিরুল ইসলাম বেগ বলেন, এখনই সময় মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তিকে যে কোন মূল্যের বিনিময়ে প্রতিহত করতে হবে।

অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, শুধু বক্তব্য দিলেই হবেনা জানতে হবে। পত্রিকার সম্পাদকীয় কলাম পড়তে হবে। তা না হলে জানবেন কি করে? অবশেষে সকল বুদ্ধিজীবিদের বিন¤্র শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শেষ করেন।